24 May, 2023

BY- Aajtak Bangla

ঘরের ছাদে পেঁচা দেখা শুভ নাকি অশুভ

পাখিদের মধ্যে পেঁচাকে লক্ষ্মী বলে মনে করা হয়। শকুন শাস্ত্র অনুসারে, পেঁচা আগাম ইঙ্গিত দিতে পারে আপনার জীবনে কী ঘটতে চলেছে।

পশু-পাখিদের দেখার অর্থ শুভ-অশুভতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।

পেঁচাকে নিয়ে মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে।

ঘরের ছাদে পেঁচার দেখা পাওয়া নিয়ে শাস্ত্রে উল্লেখযোগ্য কথা বলা হয়েছে।

জ্যোতিষীদের মতে, পেঁচা দেখা কিন্তু শুভ সঙ্কেত।

যে কোনও রঙের পেঁচা দেখাই শুভতার প্রতীক বলে মনে করা হয়।

শাস্ত্রমতে পেঁচাকে মা মহালক্ষ্মীর বাহন বলে মানা হয়ে থাকে।

সকালে ছাদের ওপর পেঁচার দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়।

শুক্রবার যদি পেঁচা দেখতে পাওয়া যায় তবে আকস্মিক ধনপ্রাপ্ত হয়।

শুক্লপক্ষের নবমী তিথিতে পেঁচা দেখাও খুব শুভ বলে মনে করা হয়।