22 April 2025

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

রাস্তায় ঘন ঘন কুকুর দেখতে পাচ্ছেন, কীসের ইঙ্গিত জানেন? 

কুকুরকে রোজ খেতে দেন অনেকেই। সেজন্য রাস্তার কুকুররা চলে আসে বাড়ির কাছে। অনেকে আবার রাস্তায় গিয়ে খাইয়ে আসেন।

কুকুরকে তো খাওয়াচ্ছেন। কিন্তু খাওয়ানোর ফলে আপনার জীবনে কী প্রভাব পড়ছে জানেন? 

কুকুরকে খাওয়ালে বাড়িতে ধনসম্পদ বাড়ে। গৃহকর্তার উপকার হয়। বাড়িতে শান্তি আসে। 

যাদের গ্রহ দোষ থাকে তাদের কুকুরকে খাওয়ানো উচিত। গ্রহ দোষের প্রতিকার করার জন্য কুকুরকে নিয়মিত খাবার দেওয়া দরকার।

শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান।

কালো কুকুর সবথেকে উপকারী। ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে।

কুকুরকে খাওয়ালে শনিদেব শান্ত থাকেন। তিনি উপকার করেন। বাড়িতে অর্থ-প্রতিপত্তি বাড়ে।

কুকুর হল শান্তির প্রতীক ও প্রভুভক্ত। কুকুর আপনার কাছে এলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়।

বাড়িতে কুকুর পোষা খুব ভালো। এতে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।