BY- Aajtak Bangla
কয়েক মাস বিরতির পর ফের খোঁজ পড়েছে এসির। বেশ কয়েক মাস ধরেও কিন্তু বাড়িতে বন্ধ এসি সকলেরই। যেহেতু কনকনে ঠান্ডায় এসির প্রয়োজন হয় না। তাই এই এসি সকলেই বন্ধ করে রাখেন। তবে এসি চালু করার আগে সার্ভিস না করলে কি আর চলে ?
যদি এখন আপনি বাড়িতে এসি সার্ভিসিংয়ের জন্য লোক নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার পকেট থেকে অনেক টাকায় খসবে। যদি আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, তাও তাহলে কিছুটা টাকা কম খরচ হতে পারে।
তবে যদি আপনিএসি বাড়িতেই নিজে সার্ভিস করে নেন, তাহলে কেমন হয়? এতে আপনার টাকাও খরচ হবে না। সেইসঙ্গে ঘরও কিন্তু ঠান্ডা থাকবে। আবার এসিও খুব ভালো সার্ভিস হবে।
কীভাবে পরিষ্কার করবেন? যদি আপনার বাড়িতে স্প্লিট এসি থাকে, তাহলে পরিষ্কার করার আগে তার তার সরিয়ে ফেলুন। তারপর আগেই এয়ার ফিল্টার সরিয়ে ফেলুন। কারণ এইখানেই বেশিরভাগ ধুলোয় জমে থাকে।
তারপর ওপরের কভারটি খুলে এয়ার ফিল্টার দেখতে পাবেন, সেটি বার করে নিন। তারপর জল দিয়ে সেটিকে ভালোভাবে পরিষ্কার করুন। আর যদি দেখেন সেখানে প্রচুর ময়লা জমে গেছে, তাহলে তাকে কোনও শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সেই ময়লাটিকে পরিষ্কার করে ফেলুন।
তবে এটি সেট করার আগে রোদে ভালোভাবে এটিকে শুকিয়ে নিতে পারেন। ১৫ দিন অন্তর নিয়মিত পরিষ্কার করলে এসি কিন্তু আপনার আরও ভালো ঠান্ডা হাওয়া দেবে। ধুলো, ময়লা ততটা জমবে না।
এই উপায়ে এসি পরিষ্কার করুন এসির বাইরের অংশ পরিষ্কার রাখতে হবে। অনেক সময় বাইরের অংশের রঙ বদলাতে থাকে , মানে সাদা কিংবা অন্য কোনও রঙ থাকলে তার রঙ হলুদ হতে থাকে। এতে কিন্তু ধুলো, ময়লা আটকে ধরে।
যদি এটি নিয়মিত পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা হবে না। তাই আপনি কলিং দিয়েও কিন্তু এই জায়গার বাইরের অংশ পরিষ্কার করতে পারেন।
আবার কিছুটা জলে কিছুটা ভিনেগার নিয়ে আপনি সেই জল আর ভিনেগার মিশিয়ে সেটিও দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন। এটি কিন্তু খুব ভালো ভালোভাবে পরিষ্কার হবে। সেই সঙ্গে আপনার বাইরের সাদা রঙও বজায় থাকবে।
বারান্দা কিংবা ছাদে যেহেতু এসির বাইরের অংশটা রাখেন, সেই ক্ষেত্রে এই জায়গাটিও কিন্তু নোংরা হতে থাকে। এবং এটা আপনি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কন্ডেসার পাখাটি পরিষ্কার করতে পারেন। আবার ইউনিটের যে গ্রিলটা খুলেও পরিষ্কার করতে পারেন।
কাপড় দিয়ে পাখা ভালোভাবে পরিষ্কার করুন। তবে ভুলেও এতে কিন্তু আপনি জল ব্যবহার করবেন না। কীভাবে এসি ভালো রাখবেন যদি আপনি এসি বহুদিন ভালো রাখতে চান, তাহলে মাঝে মধ্যে কিন্তু এসি পরিষ্কার করবেন।