BY- Aajtak Bangla
8 May 2024
চুল পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। চুলের যত্ন নিতে তাই কত কী-ই না করতে হয়।
অনেকেরই অল্প বয়সে টাক পড়ে যায়। যার জেরে চেহারায় বুড়োটে ছাপ আসে।
টাক ঢাকতে অনেকে বাজারের নানা জিনিস ব্যবহার করেন। তবে তাতে খুব একটা ফল পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, তিল আমাদের চুলের জন্য খুবই উপকারী। . .
তিলে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে খুবই কার্যকরী।
তিলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। ।
কালো তিল গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে ভাল করে ফোটান। তারপরে ওই তেল ছেঁকে শিশিতে ভরে রাখুন।
চুল এবং স্ক্যাল্পে এই তেল ভাল করে মালিশ করে আধঘণ্টা রাখুন। তারপরে শ্যাম্পু করে নিন।
সপ্তাহে ৩-৪ বার এই তেল লাগালে টাকেও নতুন চুল গজাবে। কমবে চুল পড়ার সমস্যাও।