BY- Aajtak Bangla
4 March 2025
পরিশ্রম করলে সাফল্য মেলে। তবে সব সময় তা ঠিক নয়। অনেক পরিশ্রমও কোনও কোনও সময় টাকা এনে দেয় না।
সেজন্য ভাগ্যের প্রয়োজন হয়। সাধারণ কিছু বাস্তু নিয়ম মেনে চললে হাতে টাকা আসে।
শুধু তাই নয়, যাদের ভাগ্য খারাপ চলছে তারাও কিছু টোটকা মেনে চলতে পারেন। তাহলে ভাগ্য ফিরবে।
বেশ কিছু ছবি যদি ঘরে রাখা হয় তাহলে ভাগ্য ভালো হয়। কর্মে উন্নতি হয়। আসুন জেনে নিই কোন ছবি কীভাবে ভাগ্য ফেরায়।
ঘরের দক্ষিণ দিকে সাতটি ঘোড়ার ছবি লাগানো হলে সাফল্য আসে। অর্থভাগ্য ফেরে।
বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে যদি জোড়া হাঁসের ছবি লাগানো যায় তাহলে তা খুবই শুভ।
এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো হয়। দাম্পত্য জীবনে সুখ আসে। সন্তানের ভাগ্য ভালো যায়।
একইভাবে ময়ূরের ছবিও ঘরে টাঙানো উচিত। এই ছবি টাঙালে সৌভাগ্য ফেরে।
বাড়ির উত্তরদিকের মধ্য ভাগ থেকে শুরু করে পূর্বের মাঝামাঝি স্থানের মধ্যে ঝরনার ছবি লাগালে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে।