BY- Aajtak Bangla
29 January 2024
জাতির পিতা মহাত্মা গান্ধীর সারা বিশ্বে অহিংসার প্রতীক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারী মারা যান।
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী প্রতি বছর শহিদ দিবস হিসেবে পালিত হয়।
শহিদ দিবসে গান্ধীজিকে অনুসরণ করে মেনে চলুন এই উপদেশুগুলি-
সোনা রুপো, টাকা নয় আসল সম্পদ হল আপনার স্বাস্থ্য।
শক্তি জন্য শারীরিক ক্ষমতা নয়। ইচ্ছাশক্তির প্রয়োজন।
জীবনে যা কিছুই করবে ভালবাসা দিয়ে করবে।
চোখের বদলে চোখ সারা পৃথিবীকে অন্ধ করে দেবে।
কেউ আপনার সঙ্গে নিষ্ঠুর আচরণ করলে আপনিও তাই করলে আপনার নৈতিক ও বুদ্ধিবৃত্তিক অধঃপতনকে ঘটবে।
ভাল কিছুর প্রচারের প্রয়োজন নেই, তার জন্য বার্তাই যথেষ্ট।