28 May, 2023
BY- Aajtak Bangla
আগামী ১৭ জুন কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন শনিদেব। অর্থাৎ উল্টো চাল শুরু হবে শনির।
তাই এই সময় কিছু ভুল করলে মানুষ শনির দোষের শিকার হন। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাই কয়েকটি বিষয়ে অবশ্যই সাবধানে থাকা উচিত।
শনিদেবের পুজোর সময় কখনওই তাঁর চোখের দিকে তাকাবেন না। এতে তাঁর বক্রি দৃষ্টির শিকার হতে পারেন।
শনিদেবের পুজোয় তামার কোনও বাসন ব্যবহার করবেন না। কারণ তামা হল সূর্যের ধাতু।
শনিদেবের পুজোর সময় মহিলারা কখনওই তাঁর মূর্তি স্পর্শ করবেন না।
পুজোর সময় মহিলারা শুধু শনিদেবকে তেল অর্পণ করুন। একটি পাত্রে তেল নিয়ে শনিদেবের মূর্তির সামনে রাখুন ও প্রদীপ জ্বালান।
যদি কুণ্ডলীতে শনি দোষ থাকে, তাহলে কোনও জ্যোতিষ বিশেষজ্ঞের থেকে পরমর্শ নিয়ে ন্যায়দেবতার পুজো করুন।