4 June 23
BY- Aajtak Bangla
ন্যায়ের দেবতা শনি কর্ম অনুসারে ফল দেন। তাই শনির অবস্থানের প্রভাব সর্বাধিক এবং দীর্ঘ সময় ধরে থাকে।
১৭ জানুয়ারি শনিদেব কুম্ভে প্রবেশ করেছেন এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত এখানেই থাকবেন।
আসছে ১৭ জুন শনিদেব গ্রহ পিছিয়ে যাচ্ছেন। শনির বিপরীতমুখী গতি সমস্ত রাশির মানুষের উপর বড় প্রভাব ফেলবে।
শনিদেব বক্রী হলেই শশ রাজযোগ তৈরি হবে।
এই যোগ ৩টি রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে। জেনে নিন তারা কোন কোন রাশি।
সিংহ রাশি: প্রচুর অর্থ লাভ হবে। দাম্পত্য জীবন ভাল যাবে। কর্মজীবনে পরিবর্তন আসতে পারে। পেয়ে যাবেন কাঙ্খিত সঙ্গী।
বৃশ্চিক রাশি: দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। বাড়ি-জমি বা গাড়ি কিনতে পারেন।
কুম্ভ রাশি: শশ রাজযোগ করছে। এই রাজযোগ পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। চাকরিজীবীরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লাভ হবে।