3 JULY, 2023
BY- Aajtak Bangla
আপনি মানুষ হিসাবে কেমন তা বলে দেবে আপনার শারীরিক গঠন।
আপনি রাগী নাকি ভাল মানুষ, সেটা বলে দিতে পারে আপনার শরীরের যে কোনও অঙ্গ।
চোখ, আঙুল, কান, নাক এইসব কিছু ব্যক্তির বিষয়ে অনেক কিছুই বলতে পারে।
সেরকমই আপনার নাকের গঠন বলে দেবে আপনার ব্যক্তিত্ব।
মোটা নাকের ব্যক্তিরা দ্রুত চিন্তা করেন। এঁরা রোম্যান্টিক ও অনুগত হয়ে থাকেন।
ছোট নাকের ব্যক্তিরা খুব প্রাণোচ্ছল হন। তবে এই ব্যক্তিরা খুব দ্রুত রেগে যান এবং এদের শান্ত করা খুব মুশকিল।
বড় নাকের অধিকারীরা সব জায়গাতে নিজেদের ছাপ রাখতে আপ্রাণ চেষ্টা করেন।
লম্বা নাকের ব্যক্তিদের নেতৃত্ব দেওয়ার গুণ দুর্দান্ত। তবে এঁদের পতনের মূল কারণই হল অহংকার।
খাটো নাকেরা সৃজনশীল প্রকৃতির হয়। এঁরা সকলের খুব প্রিয় হন। তবে এঁরা খুবই আবেগপ্রবণ।