BY- Aajtak Bangla

সকালে না রাতে, কখন দাড়ি কাটা সঠিক? অনেকেই জানেন না

13 July 2024

ছেলেদের সবারই একটা কমন ব্যাপার দাড়ি কামানো। চাপদাড়ি রাখলেও সেটা ট্রিম করতে হয়, সাইডগুলো শেভ করে লাইন করতে হয়। 

অনেকে রোজ সকালে কাজে বেরনোর আগে শেভ করেন। অনেকে রাতে ঘুমের আগে। কেউ কেউ আবার খালি উইকেন্ডে দাড়ি কামান।

কিন্তু কখন দাড়ি কামানোটা সঠিক? অনেকেই জানেন না।

আসলে, এটা প্রত্যেকের জন্য আলাদা। আপনার স্কিন, দাড়ি এবং কাজের ধরণ অনুযায়ী আলাদা হয়।

স্নান করার আগে অনেকে শেভ করেন। যদি আপনার ত্বক খুব সহজে লাল হয়ে যায়, সেক্ষেত্রে এটা করতে পারেন।

স্নানের সময় ঠান্ডা জল দিয়ে বারবার মুখ ধুয়ে নিন। এতে লালচে ভাব কমে যায়। ত্বক শীতল হয়ে যায়।

আপনার দাড়ি যদি খুব খড়খড়ে হয়, তাহলে স্নানের পর দাড়ি কামান। স্নানের সময় হালকা গরম জলে দাড়ি ভিজিয়ে নিন।

দাড়ি কাটার পর খুব বেশি জ্বালা করে? সেক্ষেত্রে রাতে ভাল করে মুখ ধুয়ে তারপর শেভ করুন। ঘুমনোর সময় ত্বক ফের শান্ত হয়ে যাবে। সকালে কাজে বেরনোর আগে আর জ্বালা ভাব থাকবে না।

দাড়ি কামানোর পর পারলে ফ্রিজের জল দিয়ে মুখ ধুয়ে নিন। আর কোনও অ্যালকোহল-হীন আফটার শেভ ব্যবহার করুন।