29 JUNE 2025

BY- Aajtak Bangla

ডাক্তার না বললে  ভুলেও এই ওষুধ খাবেন না, শেফালির মতো হার্ট অ্যাটাক হতে পারে!

'কাঁটা লাগা' গার্ল শেফালি জরিওয়ালার আকস্মিক হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু চমকে দিয়েছে সকলকে।

অনেকে বার্ধক্য আটকাতে নিজেরা চিকৎসকের পরামর্শ ছাড়াই নানা ওষুধ খেয়ে ফেলেন। সাবধান!

শেফালি গত ৫-৬ বছর ধরে নিজের ত্বক ও সৌন্দর্য ধরে রাখতে অ্যান্টি-এজিং ওষুধ গ্রহণ করছিলেন।

প্রশ্ন উঠছে, এই ওষুধ থেকেই কি কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে? কী মত ডাক্তারদের?

অ্যান্টি-এজিং ওষুধ যদি প্রেসক্রিপশন ছাড়া গ্রহণ করা হয়, তাহলে তা বিপজ্জনক হতে পারে। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আচমকা হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। 

শুধু অ্যান্টি-এজিং নয়, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-হিস্টামিন ও অ্যান্টি-অ্যালার্জিক ওষুধও হঠাৎ হৃদ্‌রোগের কারণ হতে পারে।

বহু মানুষ জ্বর-সর্দি-কাশিতে কেমিস্টের পরামর্শে ওষুধ খেয়ে নেন, যা মারাত্মক ক্ষতিকর হতে পারে।

কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি কমাতে হলে যেকোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

যাঁরা অ্যান্টি-এজিং ওষুধ খেতে চান, তাঁদের অবশ্যই আগে একজন কার্ডিয়োলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত।

হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা কোনও ওষুধ নিজের সিদ্ধান্তে গ্রহণ করা থেকে বিরত থাকুন