7 AUGUST, 2024
BY- Aajtak Bangla
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবন থেকে লুটপাট করা হয়েছে তাঁর শাড়ি। তারপর থেকেই শিরোনামে চলে এসেছে শেখ হাসিনার শাড়ির দাম।
শেখ হাসিনা গোটা বিশ্বের একমাত্র দেশ যেখানকার প্রধানমন্ত্রী সবসময় শাড়ি পরে থাকেন। শেখ হাসিনা যখনই ভারতে আসেন, তাঁকে সবসময়ই বিশেষ ধরনের শাড়িতে দেখা যায়।
এই শাড়িকে জামদানি শাড়ি বলা হয়। জামদানি বয়ন ঐতিহ্য বাঙালি বংশোদ্ভূত। জামদানিকে ঢাকাইও বলা হয়, যা বাংলাদেশের রাজধানী ঢাকার নামে নামকরণ করা হয়েছে।
তুলো ও সোনার মিশ্রণে এই শাড়ি বোনা হয়। তবে সময় ও মূল্যস্ফীতির জেরে এই শাড়ি তৈরিতে সোনার ব্যবহার কমছে।
জামদানি শাড়ির এমনিতে দাম ২০০০ টাকা থেকে শুরু হয়। তবে এর দাম কয়েক লাক টাকা পর্যন্ত হতে পারে।
বাংলাদেশের একাধিক সংবাদপত্রে প্রকাশ, যে জামদানি শাড়ি পরেন শেখ হাসিনা তার দাম ১ লাখ টাকার উপরে।
বাংলাদেশের একাধিক সংবাদপত্রে প্রকাশ, হাসিনা উপহার হিসেবে শাড়ি পেতে পছন্দ করেন। সেই সব শাড়ির দাম হাজার হাজার টাকা।
এই জামদানি শাড়িতে ফুল এবং পাতার নকশা দেখা যায়। এই শাড়ি তৈরি করতে ২০ দিন সময় লাগে।
আবার লাল ও সিল্কের সুতো ব্যবহার করা মণিপুরি শাড়ি পরতেও পছন্দ করেন হাসিনা। এই শাড়ি তৈরি করতে ১০ থেকে ১২ দিন সময় লাগে।