17 July 2025

BY- Aajtak Bangla

শ্রাবণ মাসে শিবপুজো করুন এভাবে, তবেই সুফল মিলবে

শ্রাবণ মাস শিবের মাস। লাখ লাখ ভক্ত এই মাসে শিবপুজো করে থাকেন। তবে বেশ কতগুলো নিয়ম মেনে পুজো করলে তবেই সুফল পাবেন।

শ্রাবণ মাস

শ্রাবণ মাসে অবশ্যই ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পুজোর ঘরে আলো জ্বালিয়ে রাখুন। 

পরিষ্কার পরিচ্ছন্ন 

শ্রাবণ মাসে শিবপুজো সকালে করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়।

সকালে পুজো 

এই দিন অবশ্যই নিরামিষ খান। কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। মিথ্যে বলবেন না। 

নিরামিষ 

শিবপুজো করার আগে সূর্যদেবকে গঙ্গাজল অর্পণ করুন। পারলে পুজোও করুন সূর্যদেবের। 

সূর্যপুজো 

শিবলিঙ্গে আতপ চাল ও যব অর্পণ করুন। সঙ্গে রাখুন ধুতরা ফুল, বেলপাতা ও দুধ। 

আতপচাল, যব 

ঘি ও মধু মাখান শিবলিঙ্গে। গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। তাহলে দেবাদিদেব মহাদেব খুশি হন। 

ঘি ও মধু 

তবে শিবপুজোর সময় কখনও কেতকী ফুল দেবেন না। তুলসীপাতাও দূরে রাখুন।

কেতকী ফুল 

এবাবে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয়।

এভাবে শিবপুজো