4 June 23

BY- Aajtak Bangla

 ঘরে শিবলিঙ্গ আছে? এই ৬ ভুলে  সুখ-শান্তি থাকবে না সংসারে

মন্দিরে তো বটেই বাংলার প্রতিটি বাড়ির ঠাকুরঘরে বিরাজমান শিবলিঙ্গ। প্রতি সোমবার নিয়ম করে পুজো করেন গৃহকর্তা-কর্ত্রীরা।

কিন্তু অনেকেই জানেন না ঘরে শিবলিঙ্গ রাখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি ভঙ্গ করলে হিতে বিপরীত হয়। নানা সমস্যা দেখা দিতে পারে জীবনে। 

চলুন জেনে নেওয়া যাক ঘরে শিবলিঙ্গ রাখলে কী কী করবেন না 

 শিবলিঙ্গকে এমন জায়গায় রাখবেন না যেখানে নিয়মিত পুজো হয় না। শিবলিঙ্গ রাখার জায়গাটি পরিষ্কার হওয়া দরকার। যাতে শান্ত মনে শিবের উপাসনা করতে পারেন।  

হলুদ কখনও শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। চন্দনের তিলক কাটুন। 

পাথরের শিবলিঙ্গ রাখতে পারেন। এছাড়া পিতল, রুপো, সোনার শিবলিঙ্গও রাখা যায়। শিবলিঙ্গের উপরে একটি পাত্র রাখবেন, যাতে জল চুঁইয়ে পড়ে। 

তুলসী পাতা কখনও শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। বেলপাতা দিন শিবলিঙ্গে। জলাভিষেকের পর চন্দনের তিলক কাটুন।