28 AUGUST, 2024
BY- Aajtak Bangla
দূরত্ব মোটে ৩ কিমি, এটাই ভারতের সবচেয়ে ছোট ট্রেন রুট
ভারতবর্ষে লাইফলাইন হল রেল। কাশ্মীর থেকে কন্যাকুমারি প্রতিদিন প্রচুর ট্রেন চলে। কোনটা যাত্রীবাহী আবার কোনটা মালবাহী।
অনেক ক্ষেত্রেই ট্রেনে করে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে ২ দিন বা তাোর বেশি সময় লাগে।
তবে অনেকেই জানেন না, দেশের সবচেয়ে কম দূরত্বের রেল রুট সম্পর্কে।
মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি অবধি। এটাই ভারতের সবচেয়ে ছোট ট্রেন রুট। যার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার।
এই দূরত্ব ট্রেনে যেতে সময় লাগে মাত্র ৮ থেকে ৯ মিনিট। অনান্য দূরপাল্লার ট্রেনের মতোই এই রুটেও চলে এক্সপ্রেস ট্রেন।
কেবল চেয়ারকার নয়, থাকে জেনারেল, স্লিপার ক্লাস এবং এসি ট্রেনের কামরা। অনান্য ট্রেনের মতোই এই রুটেও ট্রেনের টিকিটও রিসার্ভ করে রাখতে হয়।
যদিও বেশিরভাগ মানুষ স্লিপার এবং এসি ছেড়ে জেনারেল ক্লাসের টিকিট কাটতে বেশি পছন্দ করেন।
কারণ মাত্র ৩ কিলোমিটার যেতে বেশি টাকা খরচ করতে কে চায়?
এই রুটে ট্রেনের জেনারেল ক্লাসের টিকিটের দাম ৬০ টাকা। স্লিপার ক্লাসের টিকিটের দাম ১৪৫-১৭৫ টাকা।
Related Stories
এটাও কেক, তবে খাওয়া যায় না, কিন্তু অনেক কাজে লাগে; জানেন?
ব্যাপক জনপ্রিয় এই মাছগুলি, আসলে বিষ; খাওয়ার আগে সাবধান
শীতের সন্ধ্যায় রোজ চলুক মোমো, সুস্বাদু এবং স্বাস্থ্যকর, এভাবে বানান
প্রস্রাব দিয়ে বেরোবে ইউরিক অ্যাসিড, সকালে খান এই দানা ভেজানো জল