BY- Aajtak Bangla
15 October 2024
স্বামী-স্ত্রীর মধ্য়ে সম্পর্ক গাঢ় হলে সেই সংসার সুখের হয়। তাই একে অপরের প্রতি বিশ্বাস, ভালবাসা বজায় থাকা উচিত। ।
স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। তাই তাঁদের মধ্যে সেই বন্ধনটা নিবিড় হওয়া প্রয়োজন।
তবে স্ত্রীকে কি সব কথা বলা উচিত? বিশেষ করে, পুরুষদের বেতনের কথা কি স্ত্রীকে জানানো উচিত? জেনে নিন, চাণক্যের পরামর্শ... ।
চাণক্যের মতে, স্বামী-স্ত্রীর সম্পর্ক নিবিড় হলেও সব কথা সবসময় স্ত্রীকে বলা ঠিক নয়। এতে সংসারে অশান্তি হয়।
চাণক্যের পরামর্শ, পুরুষদের রোজগারের কথা স্ত্রীকে না-বলাই ভাল। অর্থাৎ, কত টাকা বেতন পান, তা জানানো ঠিক নয়। ।
চাণক্যের পরামর্শ, কিছু টাকা সরিয়ে রাখুন। যা ভবিষ্যতে খারাপ সময়ে কাজে দেবে। ।
চাণক্যের মতে, স্ত্রীকে সব কথা জানানো উচিত নয়। কিছু গোপন রাখলে সংসার সুখের হবে।
চাণক্যের মতে, স্ত্রীকে কখনওই নিজের দুর্বলতার কথা জানাবেন না।