23 AUGUST 2024
BY- Aajtak Bangla
বাজ পড়লে নষ্ট হয়ে যায় মোবাইল, ফ্রিজ, মোবাইল ইত্যাদি। কোনও কোনও সময় সেগুলি ব্লাস্ট হয়েছে বলেও শোনা যায়।
আবার বিদ্যুৎ চমকালে পুড়ে যেতে পারে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ।
বিদ্যুৎ চমকালে তাহলে কি মোবাইল ব্যবহার করবেন না? ল্যাপটপ খুলে রাখবেন না? আসুন জেনে নিই।
প্রচুর ঝড়-বৃষ্টির সঙ্গে বাজ পড়লে ঘরের সমস্ত বৈদ্যুতিন জিনিসপত্র সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে ঘরে থাকা যেকোনও বৈদ্যুতিন সরঞ্জামের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া দরকার এই সময়ে। কোনওরকম বৈদ্যুতিন জিনিসে একেবারেই হাত দেবেন না।
বিদ্যুৎ চমকানোর সময় কোনওরকম বৈদ্যুতিন জিনিসে হাত দেবেন না। স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন।
খুব প্রয়োজন না হলে এই সময় ফোন বন্ধ করে রাখুন। ফোন করার সময় বাজ পড়বে বড়সড় ক্ষতি হতে পারে।
এইসময় সিলিং ফ্যান বন্ধ করে করে রাখুন। সিলিং ফ্যান চালু রাখলে অনেক সময় পাখাতে থাকা কয়েল পুড়ে যেতে পারে।