30 AUGUST, 2024

BY- Aajtak Bangla

কানের খোল বের করতে বাডসের ব্যবহার, বিশেষজ্ঞরা বলছেন...

কান পরিষ্কার করার বাতিক রয়েছে অনেকেরই। কোনও সমস্যা না থাকলেও, কান খোঁচাতে থাকেন এঁরা।

কান খোঁচানোর জন্য বাজার থেকে কিনে আনা হয় কটন বাডও। কিন্তু এই কটন বাড কানে ঢোকানো একেবারেই উচিত নয়।

কানের ভিতর যে ওয়্যাক্স জমা হয়, তার কার্যকারিতা রয়েছে। ধুলো, ময়লা যাতে কানে প্রবেশ করতে না পারে, সেই কাজই করে ওয়্যাক্স।

ওই ওয়্যাক্স কিন্তু কানের খুব ভিতরে প্রবেশ করে না। কিন্তু কটন বাড কানে ঢোকালে, তার ঠেলায় আরও ভিতরে ঢুকে যায় ওয়্যাক্স।

পুরনো চামড়া খসে পড়ে এমনিতেই ওই ওয়্যাক্স কানের বাইরে বেরিয়ে আসে। কটন বাড দিয়ে ঠেলে দিলে সেই কাজ ব্যাহত হয়।

সরাসরি কানের পর্দায় গিয়ে ধাক্কা মারে কটন বাড। কানের পর্দা অত্যন্ত সূক্ষ্ম হয়। অল্প আঘাতেও তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কটন বাড কানের পর্দায় ধাক্কা দিলে, সেই যন্ত্রণা সহ্য করা যায় না। পাশাপাশি কান থেকে তরলও বের হতে পারে। 

কান খোঁচানর পর যদি কানে যন্ত্রণা হয়, শুনতে সমস্যা হয়, অবিলম্বে চিকিৎসকের কাছে যান। 

কানে অতিরিক্ত ওয়্যাক্স জমলে, অস্বস্তি হয়। তখন কান পরিষ্কার করতে পারেন। তবে কটন বাড নয়। ভিজে কাপড়ে সাবান মাখিয়ে, আঙুলে জড়িয়ে কান পরিষ্কার করতে পারেন।

তবে বেশির ভাগ ক্ষেত্রেই সময়ের সঙ্গে আপনা আপনিই বেরিয়ে আসে ওয়্যাক্স। শ্যাম্পু করার সময়, মাথা ভিজিয়ে স্নান করার সময়ও কানের ময়লা বেরিয়ে যায়।