১৯ বছর পর  বিরল যোগ,  শ্রাবণ চলবে  টানা ২ মাস

16 May, 2023

BY- Aajtak Bangla

হিন্দু বর্ষপঞ্জি অনুসারে এই বছরটি ১২ নয়, ১৩ মাসের হতে চলেছে। 

মূলত শ্রাবণ মাসের কারণেই এমনটি হবে। কারণ এবার শ্রাবণ প্রায় ২ মাস ধরে চলবে।

এর আগে এমন ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। ১৯ বছর পর ফের ঘটতে চলেছে এমন ঘটনা।

হিন্দু বর্ষপঞ্জি অনুসারে এবার শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী ৪ জুলাই, এবং শেষ হবে ৩১শে অগাস্ট।

শ্রাবণ মাস হবে ৫৯ দিনের। এবার শ্রাবণ মাসে ১৯ বছর পর মলমাসও পড়তে চলেছে।

রাতে শিবলিঙ্গের পুজো করার সময় আপনার মুখ উত্তর দিকে রাখুন। 

শিবলিঙ্গকে দুধ দিয়ে পবিত্র করুন এবং অবশ্যই সেখানে বেলপাতা, ধুতরা ও ভাং নিবেদন করুন।