BY- Aajtak Bangla
31 OCTOBER, 2024
প্রতিবছর অক্টোবর থেকে নভেম্বরের মাস নাগাদ এক ধরণের পোকামাকড় ছেয়ে যায়। বাংলায় এই পোকাকে দীপাবলি উৎসবের বাহক বলেও ধরা হয়।
দুর্গাপুজোর পরই শ্যামা পোকার জন্য অতিষ্ঠ হয়ে যান মানুষ। বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷
জানুন কীভাবে বাড়ি থেকে তাড়াবেন শ্যামা পোকা। রইল ঘরোয়া টোটকা।
জলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণ শ্যামাপোকা তাড়াতে দারুণ উপযোগী।
ঘরের যেখানে যেখানে আলো আছে, সেখানে ছড়িয়ে দিন ইউক্যালপিটাস অয়েল ও লেমন এসেনশিয়াল অয়েল।
দ্বিতীয় উপকরণটা না পেলে, এর পরিবর্তে ব্যবহার করতে পারেন লেবুর রস।
এই মিশ্রণ দিয়ে স্প্রে করুন আলোর চারপাশে। এর ফলে কমে যাবে শ্যামাপোকার উপদ্রব।
শ্যামাপোকা দূর করতে কার্যকর টি ট্রি অয়েল। ১ কাপ জলে ২ চামচ টি ট্রি তেল মিশিয়ে, স্প্রে করুন আলোর চারদিকে৷
আলোর পাশে এক গোছা নিমপাতা বেঁধে রাখুন, এর ফলেও শ্যামাপোকার হাত থেকে মুক্তি মিলবে।