30 May, 2023

BY- Aajtak Bangla

চিকেনের সঙ্গে এই ৩ খাবার 'বিষ'

যারা খাওয়া-দাওয়ায় শৌখিন, তারা তাদের পছন্দের জিনিস দেখলেই তা খেতে ঝাঁপিয়ে পড়ে। 

এমন অনেক খাবার ও পানীয় আছে, যেগুলি একে অপরের সঙ্গে মিশে গেলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হয়। 

যারা চিকেন শৌখিন তারা মুরগির সঙ্গে এই ৩টি জিনিস খেতে ভুল করবেন না। 

যারা মুরগির মাংস খান তাদের কখনই এর সঙ্গে দই খাওয়া উচিত নয়। 

দই এবং মুরগির মাংস একসঙ্গে খেলে উভয় উপাদানই হজম প্রক্রিয়ায় খারাপ প্রভাব ফেলে।

মুরগির মাংস এবং মাছ উভয়েই প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়।

দুধে পাওয়া পুষ্টিগুণ মুরগির পুষ্টির সঙ্গে মিশে আমাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে।