21 April, 2024

BY- Aajtak Bangla

গরমে সারাক্ষণ এসি-তে থাকছেন, অজান্তেই হচ্ছে শরীরের এসব ক্ষতি

গরম পড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আর সবার বাড়িতেই তাই দিনে রাতে এসি চলা শুরু হয়ে গেছে। 

গরমের হাত থেকে বাঁচতে, দুপুরে ও রাতে শান্তির ঘুম ঘুমোনোর জন্যে এসি এখন মানুষের একমাত্র ভরসা। 

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে অতিরিক্ত এসি ব্যবহারের ফলে আপনার চোখ, ত্বক এবং শ্বাসনালী ক্ষতির মুখে পড়তে পারে।

এছাড়াও এসির দ্বারা অনেক রোগের সংক্রমণ আশঙ্কাও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মত অনুযায়ী এসি ঘরের আবহাওয়াকে শুষ্ক করে দেয় যার ফলে শরীরে জলে অভাব দেখা যায়। 

এসিতে বেশিক্ষণ থাকলে ত্বক শুকিয়ে যেতে থাকে। আপানার ত্বকের আদ্রতা হারাতে শুরু করে। 

এসির ব্যবহার বেশি করলে আপনার অমূল্য সম্পদ চোখও নষ্ট হয়ে যেতে পারে।

এসির হাওয়া আপনার অশ্রুনালী কে শুকিয়ে দিতে পারে। 

প্রয়োজনের থেকে বেশি এসি চালাবেন না। এতে আপনি নানা শারীরিক সমস্যার সন্মুখীন হতে পারেন।