16 April, 2024

BY- Aajtak Bangla

 কালো হয়ে যাচ্ছেন? আপনার প্রিয় সানগ্লাস দায়ি নয়তো...

শুধু গরম কাল নয় এখন সারা বছর সানগ্লাস পরার চল শুরু হয়েছে।

রোদের থেকে বাঁচতে সানগ্লাস পরা এখন খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু এই সানগ্লাস আপনার ত্বকের বড় ক্ষতি করে দিচ্ছে।

চোখ বাঁচাতে গিয়ে শরীরের বড় সমস্যা ডেকে আনছেন না তো ?

বিশেষজ্ঞদের মতে, চোখে সানগ্লাস পরলে একজন মানুষের গায়ের রং কালো হয়ে যেতে পারে।

সানগ্লাসের জন্য রাতের ঘুমের ব্যাঘাত হতে পারে।

সূর্যের আলোতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ডি। শরীরে এর ঘাটতি হলে হাড় খয়ে যাওয়ার সমস্যা হতে পারে।

ঘুমের সমস্যা হলে মানব দেহের ভারসাম্য বজায় থাকে না।

সানগ্লাসের লেন্সের যদি সঠিক কাঁচ না হয় তাহলে চোখের সমস্যা আসতে পারে।

সারাক্ষণ চোখে রোদ চশমা পরলে পাইনাল গ্রন্থির উপর খারাপ প্রভাব ফেলে। যার কারণে সূর্যের আলোয় ত্বকের রং কালো হয়ে যায়।