13 December, 2023

BY- Aajtak Bangla

সব মেয়েদের ইগনোর করে 'সিগমা পুরুষ', এদেরই চায় মহিলারা

পুরুষদের আচরণ পাঁচটি বিভাগের ভিত্তিতে বিভক্ত। 

এর মধ্যে রয়েছে আলফা, বিটা,  গামা, ওমেগা এবং ডেল্টা। 

সবার থেকে আলাদা যাকে বলা হয় সিগমা পুরুষ। কোন ধরনের আচরণকে সিগমা বলা হয়?

এরা স্বাবলম্বী।  প্রায়শই তাদের নিজস্ব ধারণা অনুযায়ী কাজ করতে পছন্দ করে। 

এরা স্বাবলম্বী।  প্রায়শই তাদের  নিজস্ব ধারণা অনুযায়ী কাজ  করতে পছন্দ করে। 

এই ধরনের বেশিরভাগ মানুষই নিজেদেরকে ভালো নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

এরা খুব বেশি বন্ধু পছন্দ করে না। তাদের নিজস্ব কোম্পানিতে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করে।

সিগমা পুরুষরা শান্ত মনের জন্য পরিচিত। এরা সহজে রাগেন না। মেয়ে দেখলে এরা তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নেন। 

এরা সরল জীবনযাপনকে তাদের পরিচয়ের একটি অংশ মনে করে।