18 May, 2025

BY- Aajtak Bangla

ভবিষ্যতের ইঙ্গিত দেয় কাকের ডাক, শুভ-অশুভ বুঝুন এই ভাবে

শনির বাহন কাক। শাস্ত্রে কাকের গুরুত্ব রয়েছে। কাকের ডাকা মানে শুভ ও অশুভ বার্তা।  কীভাবে বুঝবেন জেনে নিন।

কাক যদি আপনার দিকে তাকিয়ে ডেকেই চলে তা হলে বুঝতে হবে, আপনাকে আপনার মনের কথা শুনতে হবে।

আমাদের ভিতরে অনেক কিছুই চলে। সেই কথা শুনতে বলার জন্য কাক তাকিয়ে একভাবে ডেকে চলে।

কাক আপনার দিকে তাকিয়ে তিন বার ডেকে চুপ করে গেল। এর অর্থ কোনও বিরাট পরিবর্তন আসবে জীবনে। শুভ লক্ষণ।

কাকের ডাক কান্নার মতো লাগলে বুঝবেন, আপনি কোনও বিপদে পড়বেন। সতর্ক হোন। 

ভোরবেলা কাকের ডাক শোনার অর্থ শুভ। দিনটা আপনার ভালো কাটবে।

সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কাকের ডাক শোনা খুব শুভ।

রাতের বেলা কাকের ডাক শোনা অশুভ। বিপদ আসতে পারে। সতর্ক করছে কাক। বাড়িতে অশুভ শক্তিও থাকতে পারে।

দিনের যে কোনও সময় জানলার বাইরে কাক ডাকার অর্থ খারাপ কিছু ঘটবে। 

লোককথা, মৃত্যুর খবর নিয়ে আসে কাক। তাই দিনরাত কাক ডাকা মানে মৃত্যুসংবাদ আনা।