BY- Aajtak Bangla
26 DECEMBER 2024
বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, জন্মদিনে উপহার কিংবা পুজোর দানবাক্স, চাঁদা কিংবা পুরোহিতকে দক্ষিণা দিতে হলে ১ টাকার একটি কয়েন দেওয়া বাধ্যতামূলক।
যে কোনও শুভ অনুষ্ঠানে ১ টাকার কয়েন দেওয়া শুভ বলেই সকলে জানেন। কিন্তু কেন তা শুভ, তা অনেকেরই অজানা।
৫১, ১০১, ২০১, ৩০১, ৫০১, ১০০১, ৫০০১ যাই দিন না কেন এই ১ টাকার কয়েন টাকার সঙ্গে যোগ করা হয়।
আজকার উপহারের খামের সঙ্গেই দেখা যায় ১ টাকার কয়েন। এর পিছনে কী রহস্য? না জানলে জেনে নিন।
১ টাকা দেওয়ার সঙ্গে প্রাচীন সংস্কৃতির যোগ রয়েছে। এর সঙ্গে জোড়-বিজোড় সংখ্যার কোনও যোগ নেই।
বলা হয়, যেহেতু ১ থেকে কিছু নতুন আরম্ভ বা সূচনা হয়, তাই ১-কে ইতিবাচক মনে করা হয়।
তাই টাকার অঙ্কের সঙ্গে এক টাকা দেওয়ার এই রীতি চলে আসছে। এর অর্থ হল শুভকামনা।
উপহারের সঙ্গে ১ টাকার কয়েন যোগ করার আরও একটি কারণ হল ধাতু খুবই শুভ।
এক সকালে সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। এখন টাকা নোটে আসে, তাই সঙ্গে একটি ধাতু দেওয়া শুভ।
যদিও এখন কয়েন স্টিল দিয়ে তৈরি হয়। তাই সেই ধাতব কয়েনই উপহারে দেওয়া হয়। আর ১ যেহেতু শুরুর সংখ্যা তাই এটি শুভ।