15 May 2024
BY- Aajtak Bangla
কোনও ছেলে কতটা ভাগ্যবান, চরিত্রবান কি না তা বলে দেয় সেই ছেলের শরীরের গঠন। শরীরের গঠন ভালোভাবে খেয়াল করলেই জানতে পারা যায় ছেলেটির স্বভাব, আর্থিক অবস্থা ইত্যাদি।
সব ছেলের বুকে লোম থাকে না। যদি কোনও ছেলের বুকে লোম থাকে তাহলে তাকে সুপুরুষ বলা হয়। যে ছেলের বুকে লোম থাকে, সমুদ্রশাস্ত্র মতে, সে ভাগ্যবান।
যদি কোনও ছেলের ডান বা বাম হাতের তালুতে তিল থাকে তাহলে সেই ছেলে ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে। তার অর্থাভাব কোনওদিন হয় না।
যদি কোনও ছেলের পিঠ কচ্ছপের মতো হয়, অর্থাৎ পিঠের মাঝের অংশটা সামান্য উঁচু হয় তাহলে সে ভাগ্যবান। তার সঞ্চয় থাকে অনেক।
যে পুরুষের বুক চওড়া ও নাক লম্বা থাকে সে অল্প বয়সে উন্নতি করে। তার জেদ থাকে ও পরিশ্রমীও হয়। তাই কোনওদিন অভাবে ভোগে না।
যদি কোনও ছেলের নাভি গোল হয় এবং গভীর হয় তাহলেও সে খুব ভাগ্যবান হয়। সে মেপে খরচ করে। তবে টাকা পয়সা সব সময় হাতে থাকে।
তবে কোনও ছেলে যদি কম ভাগ্যবান হয় তারও কিছু ইঙ্গিত থাকে। শাস্ত্র মতে, যে পুরুষের ঘাড়, জঙ্ঘা, পা চওড়া সেই পুরুষের মধ্যে মহাপুরুষের সমান তেজ থাকে।
নখ, পা, হাতের তালু, জিভ, ঠোঁট, তালু, চোখের কোণ যদি কোনও পুরুষেল লালচে হয় তাহলে সে ভাগ্যবান।