11 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
মেয়েটি আপনার প্রেমে পড়েছে কিনা সেই বিষয়ে আপনি নিশ্চিত নন। একবার মনে হচ্ছে সত্যিই বুঝি সে প্রেমে পড়েছে, আরেকবার মনে হতে পারে, ধুর ওসব কিছু নয়, আমিই হয়তো বেশি বেশি ভাবছি!
প্রেম নিয়ে এমন মধুর সমস্যায় পড়তে হয় অনেক ছেলেকেই। কিন্তু সত্যি কথা হলো, ছেলেরা যেমন মেয়েদের লুকিয়ে-চুরিয়ে দেখে, মেয়েরাও তেমনটা করতে পারে। প্রেমের প্রস্তাব যে সব সময় ছেলেরাই আগে দেয়, এমনও নয়। আগ বাড়িয়ে প্রেমের প্রস্তাব মেয়েরাও দিতে পারে।
কোনও মেয়ে কোনও ছেলেকে ভালোবাসে কিনা, তার প্রেমে পড়েছে কিনা তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা বুঝতে পারবেন। আর এই টিপসগুলো শুধু ছেলেদের জন্যই-
আপনার কোনও মজার কথা শুনে সবার থেকে একটু বেশিই হাসছে সে। আবার আপনার প্রতি তার দৃষ্টিও মনযোগী। মনোবিজ্ঞানের ভাষায়, ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশিই হয়। ফলে মেয়েদের হাসি আরও বিস্তৃত হয়।
কোন স্পর্শ বেখেয়ালে আর কোন স্পর্শ সচেতনভাবে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, সে একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছে কিনা। কারণে অকারণে হাতে হাত লেগে যাচ্ছে কিনা। আবার মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে হয়তো। কিন্তু তিনি চেষ্টা করছেন আপনার বাহুর স্পর্শ পেতে। তাহলে বুঝে নিন সে আপনার প্রেমে পড়েছে।
নানা অজুহাতে সে আপনার কাছাকাছি থাকতে চায়। যখনই কোনও মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল। একটিবারের জন্য হলেও আপনার সঙ্গে একান্তে কথা বলতে চায়। তাই এমনটা হলে তার বিষয়ে চিন্তাটা ইতিবাচক করতেই পারেন।
চারপাশের আরকিছু খেয়ালে নেই, ক্ষণে ক্ষণেই আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে। আপনাকেই দেখছে। কেউ খোঁচা মেরে কিছু বললে তাও উপভোগ করছে। তাহলে জেনে নিন সেই চাহনির মধ্যে আছে ভালোবাসা। প্রেমে পড়লে চোখ কথা বলবেই।
মেয়েরা অন্যান্য সাজপোশাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও চুল নিয়ে সব সময়ই থাকে দ্বিধা-দ্বন্দ্বে। চুল ঠিক কীভাবে রাখলে দেখতে বেশি ভালোলাগবে, সেই চিন্তাটাও কাজ করে। তাই খেয়াল করুন নিজেকে আপনার কাছে সুন্দর করে উপস্থাপন করতে সে বারবার চুল ঠিক করছে কি না।