23 MARCH, 2025

BY- Aajtak Bangla

আপনার কাছাকাছি ঘুরছে বিষাক্ত সাপ, সাবধান হন ৫ জিনিস দেখেই

বর্ষায় বাড়ির আনাচেকানাচে দেখা দেয় সাপ। আজকাল ফ্ল্যাট বাড়ির চারপাশেও বাসা বাধছে।

বর্ষায় বাড়ে উপদ্রপ

আপনার ফ্ল্যাট বা আবাসনে সাপ রয়েছে, সেটা কীভাবে বুঝবেন?

কীভাবে বুঝবেন?

সহজ ৭টি উপায়েই বুঝে যাবেন আপনার বাড়ি বা ফ্ল্যাটে বাসা বেঁধেছে সাপ।

মানুন এই ৭ উপায়

সাপ থাকলে হঠাৎ শুনতে পারবেন শব্দ। বিশেষ করে স্যাঁতেস্যাঁতে অন্ধকার জায়গা থেকে আসলে।

শব্দ শুনতে পারলেই...

ইঁদুর বা ছুঁচো উৎপাত হঠাৎ কমে গেলে, পাখিরা হঠাৎ চিৎকার করলে বুঝবেন সাপ আছে।

পাখিদের চিৎকার

সাপ খোলস ছাড়ে। ফ্ল্যাটের চারপাশে খোলস থাকলে বুঝবেন সাপ আছে ঘরে।

খোলস থাকলে

ফ্ল্যাটের চারপাশে ছোপ ছোপ দাগ দেখলে বুঝবেন সাপ আছে।

ছোপ ছোপ দাগ

আঁশটে গন্ধ সাপের ইঙ্গিত দেয়। বিশেষ করে স্যাঁতেস্যাঁতে অন্ধকার জায়গা থেকে তা আসলে।

আঁশটে গন্ধ

ফ্ল্যাটের চারপাশে হঠাৎ বড় বড় গর্ত দেখলে এক্ষুণি লোক ডাকুন।

বড় গর্ত

সাপ থাকে স্যাঁতস্যাঁতে ও অন্ধকার জায়গায় সাপ থাকে। এমন জায়গায় কোনও বদল এলে সাবধান হোন।