BY- Aajtak Bangla
25 APRIL, 2025
অনেকেই কোনও শুভ অনুষ্ঠানে রুপোর গ্লাস ব্যবহার করে থাকেন।
তবে সাধারণত সকলেই রুপোর গ্লাস কিনে রেখে দেন। রোজকার জীবনে ব্যবহার করেন না।
জ্যোতিষ মতে, রুপোর গ্লাস খুবই শুভ। রুপোর গ্লাসে নিয়মিত জল খেলে সৌভাগ্য খুলে যায়।
জ্যোতিষ মতে, রুপোর গ্লাসে জল খেলে রাহু শান্ত থাকে। ফলে কোনও বাধা আসে না।
রুপোর গ্লাসে জল খেলে শুক্র গ্রহ মজবুত হয়। এর ফলে সুখ-সমৃদ্ধি আসে।
নিয়মিত রুপোর গ্লাসে জল খেলে মানসিক শান্তি আসে।
বাচ্চারা রুপোর গ্লাসে জল খেলে পড়াশোনায় সাফল্য পায়।
রুপোর গ্লাসে রোজ জল খেলে ধনসম্পদ বেড়ে যায় কয়েক গুণ।