27 MARCH 2023
রুপোর বাসন এবং গয়না কিছুদিন লাগাতার ব্যবহার করলে কালো হতে শুরু করে।
রুপোর চকচকে ভাব ফিরিয়ে আনতে, অনেকে সোনার দোকানে পালিশ বা পরিষ্কার করান।
তবে বাড়িতেই রুপোর গয়না এবং বাসনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। রইল উপায়-
এক লিটার জলে এক চা চামচ বেকিং সোডা দিন, তারপর এই জলে রুপোর বাসন বা গয়না রাখুন।
এর পর ফয়েল পেপার দিয়ে ঘষে নিন। দেখবেন আপনার রুপার পাত্র এবং গয়না সঙ্গে সঙ্গেই চকচক করবে।
ডিটারজেন্ট জলে গয়না বা বাসন ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এতে ভিনেগারও যোগ করতে পারেন।
বাসন বা গয়নাতে টমেটো সস দিন এবং ব্রাশ দিয়ে ঘষুন।
টমেটো সসের পরিবর্তে টুথপেস্টও ব্যবহার করতে পারেন।
হ্যান্ড স্যানিটাইজারে রুপোর বাসন বা গয়না ভিজিয়ে রাখার পর তা ঘষলেও ঔজ্জ্বল্য ফিরবে।