BY- Aajtak Bangla

রুপোর গয়না কাদের অবশ্যই পরা উচিত জানেন?

18 April 2025

অনেকে সোনার গয়না পরেন, অনেকে রুপোর। তবে সব গয়না সবাইকে পরতে নেই। 

রুপোর গয়না কাদের পরা উচিত জানেন? চাঁদিকে চাঁদ ও শুক্রের ধাতু হিসাবে বিবেচনা করা হয়। এই ধাতুর অলঙ্কার বা গয়না পরলে করলে চন্দ্র ও শুক্র রাশিতে শক্তিশালী হয়ে ওঠে। 

যাদের মাথা গরম বা খুব তাড়াতাড়ি মন অশান্ত হয়ে ওঠে তাদের জন্য রুপো পরা শুভ

ছেলে ও মেয়ে উভয়ই রুপো গয়না পরতে পারেন। তবে এই গয়না পরার আগে বেশ কয়েয়কটা বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। .

রুপোর গয়না সব সময় শুভ দিন বেছে পরা প্রয়োজন। সোমবার ও শুক্রবার চাঁদির অলঙ্কার পরার জন্য খুবই শুভ। অন্যদিন রুপো গয়না পরলে ক্ষতি হতে পারে। 

রুপোর গয়না পরার সময় দেখবেন যে অলঙ্কার পরছেন তাতে যেন কোনও খুঁত না থাকে। 

বাঁকা, ফুটো, তোবড়ানো রুপোর গয়না পরবেন না। এতে ক্ষতি হয়। আর্থিক বিপদে পড়তে পারেন। 

হাতের বুড়ো আঙুলে সবসময় রুপোর আংটি পরা উচিত। অন্যদিকে, মহিলাদের বাম হাতে রূপোর আংটি পরা উচিত।