BY- Aajtak Bangla
18 April 2025
অনেকে সোনার গয়না পরেন, অনেকে রুপোর। তবে সব গয়না সবাইকে পরতে নেই।
রুপোর গয়না কাদের পরা উচিত জানেন? চাঁদিকে চাঁদ ও শুক্রের ধাতু হিসাবে বিবেচনা করা হয়। এই ধাতুর অলঙ্কার বা গয়না পরলে করলে চন্দ্র ও শুক্র রাশিতে শক্তিশালী হয়ে ওঠে।
যাদের মাথা গরম বা খুব তাড়াতাড়ি মন অশান্ত হয়ে ওঠে তাদের জন্য রুপো পরা শুভ
ছেলে ও মেয়ে উভয়ই রুপো গয়না পরতে পারেন। তবে এই গয়না পরার আগে বেশ কয়েয়কটা বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। .
রুপোর গয়না সব সময় শুভ দিন বেছে পরা প্রয়োজন। সোমবার ও শুক্রবার চাঁদির অলঙ্কার পরার জন্য খুবই শুভ। অন্যদিন রুপো গয়না পরলে ক্ষতি হতে পারে।
রুপোর গয়না পরার সময় দেখবেন যে অলঙ্কার পরছেন তাতে যেন কোনও খুঁত না থাকে। ।
বাঁকা, ফুটো, তোবড়ানো রুপোর গয়না পরবেন না। এতে ক্ষতি হয়। আর্থিক বিপদে পড়তে পারেন।
হাতের বুড়ো আঙুলে সবসময় রুপোর আংটি পরা উচিত। অন্যদিকে, মহিলাদের বাম হাতে রূপোর আংটি পরা উচিত।