BY- Aajtak Bangla
30 APRIL, 2025
আমরা অনেকেই হাতে আংটি পরি। কেউ সোনার আংটি পরেন, আবার কেউ রুপোর।
অনেকেই রুপোর গয়না ভালবাসেন। তাই হাতে অনেকেই রুপোর আংটি পরে থাকেন।
জ্যোতিষ মতে, রুপোর আংটি পরলে এসব ঘটে...
জ্যোতিষ মতে, রুপোর আংটি পরলে ধন ও বৈভবকে আকৃষ্ট হয়।
রুপোর আংটি পরলে মাথা ঠান্ডা থাকে। রায় নিয়ন্ত্রণে থাকে।
রুপোর আংটি ধারণ করলে নানা রোগ থেকে রেহাই পাওয়া যায়।
রাহুর দোষ কাটাতেও রুপোর আংটি কার্যকরী।
রুপোর আংটি পরলে ভাগ্য বদলায়।