BY- Aajtak Bangla

একেবারে সাধারণ মাছের ঝোল, মায়েদের হাতের স্বাদ পাবেন এই ঝোলে

28th July 2024

মাছপ্রিয় বাঙালির দুপুর হোক বা রাত এক টুকরো মাছ ছাড়া চলে না। 

আর বাঙালির রান্নাঘরে রুই-কাতলার আনাগোনাটাই বেশি হয়ে থাকে।

আর সব সময় তো এই মাছ দিয়ে কালিয়া, ডালনা বানানো যায় না। 

বাঙালি বাড়িতে এই রুই-কাতলা দিয়ে হালকা পাতলা ঝোল বেশিরভাগ সময়ে হয়ে থাকে।

সেরকমই এক সহজ মাছের ঝোলের রেসিপি শিখে নিন। যেটা সব বাড়িতেই কমবেশি হয়ে থাকে।

উপকরণ কাতলা মাছ, সর্ষের তেল, জিরে-আদা বাটা, ধনে গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, নুন, চেরা কাঁচালঙ্কা, লম্বা করে কাটা আলু। 

পদ্ধতি প্রথমে কাতলা মাছে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিন।

এবার ওই তেলেই প্রথমে গোটা জিরে দিন। এরপর আদা-জিরে বাটা দিয়ে দিন। ভাল করে কষিয়ে নিয়ে সব গুঁড়ো মশলা দিন।

এবার ওই মশলার মধ্যে আলু দিয়ে দিন। স্বাদমতো নুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।

এবার জল দিন। ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন।

আলু সেদ্ধ হয়ে এলে আর ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে নিন জিরে-আদাবাটা দিয়ে মাছের ঝোল।