BY- Aajtak Bangla
16 OCTOBER, 2023
স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা বাড়িতে টুকটাক সেলাইয়ের কাজ, সূচে সুতো পরানো এটা কঠিনতম বিষয়।
সূচের সরু ফুটো দিয়ে সুতো গলানো সবচেয়ে কঠিনতর কাজের মধ্যে একটি।
অনেক চেষ্টা করেও অনেকে পারেন আবার অনেকে হাল ছেড়ে দেন।
সূচে সুতো পরানো নিয়ে এই ধরনের অভিজ্ঞতা কম-বেশি আমাদের সকলেরই।
কিন্তু একটু বুদ্ধি প্রয়োগ করলেই খুব সহজেই সূচে সুতো পরানো যায়। যেটা বেশ সহজ।
অনেকেই সুতো মুখে নিয়ে তা ভিজিয়ে সূচে পরানোর চেষ্টা করেন। তবে এটা ভুল পদ্ধতি।
প্রথমে হাতের তালুতে সুতো রেখে তার উপর সূচের ছিদ্রের অংশ রেখে কিছুক্ষণ আঙুল দিয়ে হাল্কা ভাবে ঘষুন।
ম্যাজিকের মতো দেখবেন সূচে সুতো প্রবেশ করে গিয়েছে।
এর জন্য হাত পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত।
এই পদ্ধতি প্রয়োগ করে সহজেই সূচে সুতো পরাতে পারবেন।