BY- Aajtak Bangla

AC এভাবে চালালে বিল আসবে কম; গোপন ট্রিকস 

19 June, 2024

AC ও ফ্যান একসঙ্গে চালালে বিল বেশি আসে। এমনটা মনে করেন অনেকে। আবার কারও মতে, AC ও ফ্যান একসঙ্গে চালালে ঘর ঠান্ডা রহতে সময় লাগে বেশি। 

কিন্তু এই ধারণাগুলো কি আদৌ সত্যি? আসুন জেনে নিই। প্রথমেই জানিয়ে রাখা ভালো এসি ও ফ্যান একসঙ্গে চালালে বিল বেশি আসবে এমনটা নয়। 

আবার AC ও ফ্যান একসঙ্গে চালালে ঘরও ঠান্ডা হবে দ্রুত। সেজন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। 

এসি-র সঙ্গে যদি ঘরে থাকা ফ্যান চালু করেন তাহলে বাতাসের প্রবাহ বাড়ে। এতে এসির উপর চাপ অনেক কম পড়ে। 

এতে এসির হাওয়া এবং ফ্যানের হাওয়া একসঙ্গে কাজ করে। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে বাতাস। 

তবে মাথায় রাখতে হবে এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখতে হবে। সঙ্গে ফ্যান চালাতে হবে অল্প স্পিডে। তাহলে ঘর খুব ঠান্ডা হবে। 

আর এসি ও ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুৎ খরচও বাঁচবে। টানা ৬ ঘণ্টা যদি শুধু এসি চালান তাহলে বিদ্যুৎ খরচ হয় প্রায় ১২ ইউনিট মতো। 

যদি সঙ্গে ফ্যানও চালান তাহলে বিদ্যুৎ খরচ হবে ৬ ইউনিট। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুতের সাশ্রয় কতটা হবে।