BY- Aajtak Bangla
9 May 2025
সিঁদুর অত্যন্ত পবিত্র জিনিস। হিন্দু ধর্মে মহিলারা বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরেন।
বিবাহিত মহিলাদের চিহ্ন হল সিঁথির সিঁদুর। তবে আজকাল অনেকেই সিঁদুর পরেন না।
মনে করা হয়, স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরেন মহিলারা।
এক চিলতে সিঁদুরের কতটা ক্ষমতা, তা নিয়ে অনেকেরই ধারণা নেই।
বিশ্বাস করা হয়, সিঁদুর পরলে মাথায় মা লক্ষ্মী বিরাজমান হন। ফলে লক্ষ্মীর কৃপা লাভ হয়।
হিন্দু শাস্ত্রে সিঁদুরকে শক্তির প্রতীক হিসাবে মনে করা হয়। কারণ লাল রং হল সৃষ্টির প্রতীক।
শাস্ত্র মতে, সিঁদুর বিবাহিত নারীর শক্তি বাড়ায়। সিঁদুর পরলে সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদ লাভ হয়। এতে জীবন সুখের হয়।
আচ্ছা জানেন কি, সিঁদুরকে ইংরেজিতে কী বলে? অনেকেরই জানা নেই।
সিঁদুরের ইংরেজি শব্দ হল vermilion। তবে অনেকে ইংরেজিতেও Sindoor ব্যবহার করা হয়।