03 JULY, 2023
BY- Aajtak Bangla
সিঁদুর নিয়ে কিছু অসাবধানতায় বিপদ আসতে পারে, জেনে নিন
বাস্তুশাস্ত্র অনুসারে, একজন ব্যক্তির একটি ছোট ভুল দুর্ভাগ্যের কারণ হতে পারে l
বাস্তুশাস্ত্রে সবকিছু সম্পর্কে কিছু নিয়ম বলা হয়েছে। মেনে না চললে আসতে পারে ঘর বিপদ।
এসব বিষয় মাথায় রাখলে আসন্ন সংকট এড়ানো যায়।
আসুন জেনে নিই সিঁদুর সম্পর্কে উল্লিখিত বাস্তু নিয়ম সম্পর্কে।
অন্য কোনও মাহিলার থেকে সিঁদুর নিয়ে পরবেন না এতে স্বামীর আর্থিক সমস্যা হতে পারে।
কারো টাকা দিয়ে কেনা সিঁদুর কখনওই লাগাবেন না। এটা করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
স্নান করে উঠে ভেজা চুলে সিঁদুর লাগাবেন না, এতে ঘরের সুখ - শান্তি চলে যেতে পারে।
সিঁথির মাঝখানে সিঁদুর না লাগালে আপনার স্বামীও আপনার থেকে দূরে থাকবেন।
উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না।
Related Stories
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
মাটন হাড় থেকে ঝরে পড়বে, সেদ্ধ করুন এভাবে
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা