02 December 2023
BY- Aajtak Bangla
শীত এসে গিয়েছে বাংলায়। আলমারি থেকে নামানো হয়ে গিয়েছে শীতের জামাকাপড়ও। তবে এই ঠাণ্ডায় ত্বকের যত্ন নেওয়াও খুবই জরুরী।
শীতে ত্বকে টান ধরে। ফলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে তেল বা ময়শ্চারাইজার ব্যবহার করতেই হয়। নয়ত চামড়া খসখসে হয়ে যায়।
ফলে ত্বককে আর্দ্রতা জোগাতে এই ৫ প্রসাধনী আপনার স্কিন কেয়ার রুটিনে রাখতেই হবে।
ত্বক পরিষ্কার রাখতে হাইড্রেটিং ক্লিনজারই সেরা। এই ধরনের ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট না করেও মুখ পরিষ্কার করে।
তাই ক্লিনজার কেনার আগে সতর্ক থাকতে হবে। হাইলুরনিক অ্যাসিড, গ্লিসারিন বা সেরামাইড রয়েছে, এমন ক্লিনজারই বেছে নিতে হবে।
শীতকালে একটু ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। তাই তা দেখেই ময়েশ্চারাইজার কিনতে হবে।
শিয়া বাটার, অর্গান বা জোজোবা অয়েল রয়েছে, এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
শীতকালেও সানস্ক্রিন মাখতে হয়। ফুলহাতা পোশাক পরলেও, মুখ, গলা ফাঁকা থাকে। সেই সমস্ত জায়গায় সানস্ক্রিন লাগাতে হয়।
ঠোঁট ফাটা রুখতে সঙ্গে রাখুন গ্লিসারিন ও পেট্রোলিয়াম জেলি যুক্ত লিপবাম।
গোড়ালি কোমল রাখতে ফুট ক্রিম ব্যবহার করুন। এই সমস্ত টিপস মেনে চললে শীতেও আপনার ত্বক ভালো থাকবে।