27th August, 2024
BY- Aajtak Bangla
নিজেদের যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আসে ত্বকের যত্ন।
আর এই ত্বকের যত্ন নেওয়ার জন্য দোকানের দামি প্রসাধনীর ওপর নির্ভর করবেন না।
কারণ এইসব প্রসাধনী ত্বকের বারোটা বাজিয়ে দেয়।
তাই ত্বকের যত্ন নেওয়ার জন্য মা-দিদিমাদের পুরনো আমলের টোটকাই কাজে লাগবে।
আর এক্ষেত্রে হলুদের জুড়ি মেলা ভার। হলুদ ত্বকের জন্য খুবই উপকারী।
এই হলুদ দিয়েই নানান ধরনের প্যাক বানিয়ে নেওয়া যায়, যেটা ত্বকের জন্য খুব ভাল।
সেরকমই এক পুরনো উবটানের রেসিপি জানালাম।
এর জন্য দরকার বেসন, কাঁচা হলুদ অথবা হলুদ গুঁড়ো, টক দই, চন্দন গুঁড়ো, গোলাপ জল ।
একটা পাত্রে বেসন, হলুদ গুঁড়ো, টক দই, গোলাপ জল ও চন্দন গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন।
জল দেবেন না। দই ও গোলাপ জল দিয়েই হয়ে যাবে। একটু ঘন রাখবেন। এই প্যাক মুখে লাগিয়ে নিন।
শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার এই উবটান লাগালেই ট্যান দূর হবে এবং ত্বকও ভাল থাকবে।