23 May, 2024
BY- Aajtak Bangla
সপ্তাহজুড়ে রোজ অফিসে দৌড়তে দৌড়তে ত্বকের হাল বেহাল হয়ে যায়।
ক্লান্তি, ধুলো-ময়লায় ত্বক জরা জীর্ণ লাগে, ময়লা জমে ত্বক নষ্ট তো করেই, ঔজ্জ্বল্যও হারিয়ে যায়।
প্রতি সপ্তাহে কারও পক্ষেই পার্লারে যাওয়া সম্ভব হয় না। যাওয়া উচিতও নয়। বরং বাড়িতেই সহজ ৫টি কাজ করে ত্বক চকচকে রাখতে পারেন।
প্রথমে ত্বকের জন্য কম কেমিক্যাল মুক্ত কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর কোনও স্ক্রাব দিয়ে মুখটা স্ক্রাব করে নিন। বাড়িতেও স্ক্রাব বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করবেন।
সপ্তাহে একদিন ত্বকে গরম জলের ভাপ নিন। স্ক্রাব হলে গরম জলের ভাপ নিন। এতে লোমকূপে জমা ধুলো-ময়লা, ব্ল্যাকহেড্স, হোয়াইটহেড্স সহজেই বেরিয়ে যাবে। ত্বকের রক্ত সঞ্চালনও ভাল হবে।
যদি চান সপ্তাহে একদিন কোনও মাস্ক মাখতে পারেন। মাখা উচিতও। বাড়িতে টম্যাটো, বেসন এবং মধু দিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন।
ট্যান থাকলে কফি দিয়ে বানানো ফেসপ্যাক লাগাতে পারেন।