BY- Aajtak Bangla
5th March, 2025
সুন্দর ত্বক কে না চায়? ত্বকের যত্নে তাই অনেকেই বিউটি পার্লারে ছোটেন।
কিন্তু সেভাবে সুরাহা কিছুই হয় না। দুদিন ত্বক ভাল থাকার পর আবারও একই হাল হয়।
তবে ত্বকের যত্নে ঘরোয়া কিছু উপায় রয়েছে, যা প্রয়োগ করলে সারাজীবন ত্বক থাকবে উজ্জ্বল।
জবা ফুল সেরকমই একটি উপাদান। অনেকে জবা ফুল চুলের যত্নে ব্যবহার করে থাকেন।
চুলের জন্য জবা ফুল খুবই উপকারী। কিন্তু এটা ত্বকের জন্য ভাল তা অনেকেই জানেন না।
১০ টি জবা ফুল নিন। এবার একটি পাত্রে আধ লিটার জল গরম করুন। এবার আঁচ কমিয়ে জবা ফুল দিয়ে দিন।
১৫ মিনিট পর এটি অন্য পাত্রে ঢেলে নিন। এবার আপনি জবা ফুলের একটি জেল পাবেন। এই জেলটি আপনার মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন।
জবা ফুলের জেলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। এই ফেস প্যাক ত্বকের মৃত কোষ দূর করে। এই ফেস প্যাকটি সপ্তাহে দুই বা তিনবার ব্যবহার করতে পারেন।
জবা ফুলের সঙ্গে টক দই মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ব্রণ দূর হয়। কারণ জবা ফুলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে।