3 August, 2024

BY- Aajtak Bangla

ব্রণর সমস্যায় জেরবার? ১ টিপসেই পান সমাধান

চারিদিকের দূষণ, খাওয়া দাওয়ার অনিয়ম সব মিলিয়ে ত্বকের উপর বিরাট প্রভাব পড়ে।

পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে চাল ধোওয়া জলে, যা ত্বক পরিষ্কার করে

অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রতিদিন ব্যবহারে ত্বক উজ্জ্বল হতে পারে

প্রদাহ বিরোধী উপাদান রয়েছে চাল ধোওয়া জলে, যা ত্বকের একাধিক সমস্যা রোধ করে

চালের জল ব্যবহারে ত্বকের লালভাব দূর হয়, পাশাপাশি ব্রণর সমস্যাও কমে

ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে চাল ধোওয়া জল

প্রাকৃতিক টোনারের কাজ করে চাল ধোওয়া জল, যা পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে

ব্রণর পর ত্বকে অনেক সময় গ্রন্থি বড় হয়ে যায়, তা রোধ করে চালের জল