BY- Aajtak Bangla

 মেকআপ ছাড়াই গালে ফুটবে গোলাপি আভা; করুন এই কাজ

13 SEPTEMBER, 2024

শুধু নিয়মিত পার্লারে গেলেও ত্বকের হাল ফেরানো যায় না। সারা বছর ত্বকের সঠিক যত্ন নিলে এবং পুষ্টিকর খাবার খেলেই ত্বক ভাল থাকে।

নিজের লুক বদলাতে অনেকেই মেকআপের সাহায্য নেন। আজকাল বেশিরভাগ মানুষ ওয়াটারপ্রুফ মেকআপ করেন। কিন্তু তাতেও গালে গোলাপি আভা মেলে না।

বাজারে ফাউন্ডেশন বা আইলাইন ওয়াটারপ্রুফ মিললেও, ব্লাশ ওয়াটারপ্রুফ পাওয়া যায় না। ক্রিম বা পাউডার বেসড ব্লাশ দীর্ঘস্থায়ী হলেও ওয়াটারপ্রুফ হয় না।

ত্বকে যদি প্রাকৃতিক গোলাপি আভা পেয়ে যান, তাহলে আর ব্লাশ ব্যবহারের দরকার পড়বে না। ত্বকের সঠিক যত্ন নিয়ে আপনি গালে গোলাপি আভা পেতে পারেন।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক ম্যাসাজ করুন। ম্যাসাজ টুল দিয়েও ত্বক মালিশ করতে পারেন। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ত্বকের জেল্লা বাড়ে।

ত্বকের জেল্লা বাড়াতে মুখে বরফের টুকরো ঘষতে পারেন। নরম রুমালে বরফ মুড়ে ত্বকের উপর ঘষে নিন। এতে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে।

ত্বকের যত্নে স্টিম থেরাপি খুবই উপযোগী। গরম জলের ভাপ নিয়ে মুখের রোমকূপের ছিপগুলো খুলে যায়। এতে ত্বকে জমে থাকা ময়লা, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস পরিষ্কার হয়ে যায়।

গালে গোলাপি আভা পেতে অনেকেই বিটরুট বা গোলাপের ফেসপ্যাক মাখেন। অ্যালোভেরা জেলের সঙ্গে বিটের রস বা পাউডার মিশিয়েও দু'গালে মাখতে পারেন। এতেও গালে থাকবে টুকটুকে লাল ভাব।