10 April, 2024
BY- Aajtak Bangla
বলিরেখা দূর করতে চাইলে কিছু বিশেষ কাজ করতে হবে। বয়স ধরে রাখা সহজ নয়।
মুখের ত্বকের বয়স ধরে রাখতে হলে এই বিশেষ জিনিস লাগান।
স্বাস্থ্যের পাশাপাশি আলু ত্বককেও সুন্দর করে।
আলুর রস ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয়।
আলুর রস দাগ, বলিরেখা এবং ডার্ক সার্কেল কমায়।
এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যজনিত উপসর্গ কমায়।
আলুর রসে মধু মিশিয়ে লাগালে বলিরেখা কমে যাবে।
দুধ মিশিয়ে ত্বকে লাগান, ফাইন লাইন দেখা যাবে না।
রসে এক চিমটি হলুদ যোগ করলে বলিরেখা ও ট্যানিং রোধ হবে।
এর সঙ্গে টমেটোর রস মিশিয়ে লাগালে ব্রণ কমে যাবে।
আলুর রস ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং উজ্জ্বল করে।