BY- Aajtak Bangla

চামড়া কুঁচকাবে না, থাকবে না বলিরেখাও, ৫০-এও যৌবন ধরে থাকার টিপসটা জানুন?

6th October, 2024

ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হল বলিরেখা বা রিঙ্কেলস। অনেকের ক্ষেত্রে যৌবনেই দেখা দেয় বার্ধ্যকের এই সমস্যা।

রিঙ্কেলস অর্থাৎ ত্বক কুঁচকে যাওয়ার সমস্যা। চোখের চারপাশ, কপাল, গলা, থুতনি-মূলত এইসব অংশেই দেখা যায়।

তবে এই বলিরেখা দূর করতে ভরসা রাখতে পারেন কয়েকটি প্রাকৃতিক উপকরণে। নিয়মিত ব্যবহারে মিলবে উপকার। 

ত্বকের পরিচর্যায় বাড়িতে ফেসপ্যাক তৈরি করলে অবশ্যই মিশিয়ে নিন হলুদ। এই উপকরণ রিঙ্কেলস কমাতে সাহায্য করে।

অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করলে স্কিন ইলাস্টিসিটি বজায় থাকে ভালভাবে। অর্থাৎ ত্বক টানটান থাকে। বলিরেখা দেখা দেয় না।

ত্বকে জোজোবা অয়েল ম্যাসাজ করতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ এই তেল ত্বক কুঁচকে যেতে দেয় না, টানটান রাখে।

ডিমের সাদা অংশ ভালভাবে ফেটিয়ে নিন যাতে ফেনা হয়। প্রোটিনে ভরপুর ডিমের সাদা অংশ ফেসপ্যাক হিসাবে ব্যবহার করলে বলিরেখা দেখা যাবে না।

গোলাপ জল ফেস টোনার হিসাবে দারুণ উপকরণ। ত্বক আদ্র রাখতে, ত্বকের যাবতীয় জ্বালাভাব দূর করে।

ত্বকের জন্য দই খুবই কার্যকর। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড স্ক্রাবের কাজ করে। মরা কোষ ত্বক থেকে বের করে ত্বকের জেল্লা ফেরায়।

বলিরেখার সমস্যা রুখতে চাইলে সঠিক পরিমাণে জল খেতে হবে। ত্বক এতে হাইড্রেটেড থাকবে।