BY- Aajtak Bangla

 মুখের উজ্জ্বলতা বাড়বে অনেক গুণ, এই সবজির খোসাতেই হবে কাজ 

30 OCTOBER, 2024

স্বাস্থ্যকর খাবার শরীর ভাল রাখে এবং তা প্রতিফলিত হয় মুখে। সবজির খোসাও আপনাকে মুখের তারুণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। 

সামনেই দুর্গাপুজো। জানুন পুজোর আগে কীভাবে সবজির খোসা দিয়ে ত্বকের উন্নতি করতে পারেন। 

আলুর খোসা মুখে লাগালে দাগ, ডার্ক সার্কেলস ইত্যাদির সমস্যা চলে যায়। মুখে অনেক ব্রণ থাকলে এর উপশমও হয়।

টমেটোতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বককে সুস্থ করে তোলে। এর খোসা দিয়ে মুখে মালিশ করলে মুখ উজ্জ্বল হয়।

লেবুর রস এবং এর খোসা উভয়ই উপকারী ত্বকের জন্য।

একটি গ্রাইন্ডারে গাজর পিষে সেই পেস্টটি মুখে লাগান। গাজরে রয়েছে ভিটামিন সি, যা, মুখ পরিষ্কার ও উজ্জ্বল করে।

শসার টুকরো চোখের উপর রাখলে চোখে সতেজতা আসে এবং সমস্ত ক্লান্তি দূর হয়। 

বিটরুটের রস মুখে লাগালে বা বিটরুট পিষে মুখে লাগালে মুখের কালো দাগ ঠিক হয়ে যায় এবং স্কিন টোনও ঠিক হয়।

মূলোর খোসা কখনও ফেলে দেবেন না। এতে রয়েছে ভিটামিন বি৬। যা, ব্ল্যাকহেডস সারাতে যথেষ্ট।