22 September, 2024

BY- Aajtak Bangla

টানটান না জড়সড়-ঘুমোনোর স্টাইলই বলে দেয় ব্যক্তির চরিত্র: সমুদ্রশাস্ত্র

সুমদ্রশাস্ত্র প্রাচীন হিন্দু পুঁথি। এই শাস্ত্রে ব্যক্তির স্বভাব-চরিত্রের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তা দৈহিক গড়ন ও স্বভাব দেখেই বোঝ যায়। 

নারী ও পুরুষের শোয়ার ভঙ্গি দেখে বলে দেওয়া যায়, সেই ব্যক্তির স্বভাব কেমন। চলুন জেনে নেওয়া যাক  

সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি পিছনে হাত রেখে শুয়ে ঘুমোন, এই ধরনের লোকদের নতুন শেখার ইচ্ছা থাকে। 

রাতের বেলায় গুটিসুটি হয়ে ঘুমানো লোকেরা সাধারণত ভীতু হয়। এই ধরনের লোকেরা নিরাপত্তাহীনতায় ভোগেন। মিশতে লজ্জা পান।

সামুদ্রিক শাস্ত্রে বলছে, যে ব্যক্তি পা শক্ত করে বা শরীর ঢেকে ঘুমোন, তাঁর জীবন খুবই সংগ্রামী হয়। এই ধরনের লোকেরা অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন।

পা বেকিয়ে যাঁরা ঘুমোন, তাঁদের কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকে।

যাঁরা হাত এবং পা প্রসারিত করে ঘুমোন, তাঁরা ভালো শ্রোতা হন। বন্ধুত্বকে মূল্য দেন। তাঁরা খুব সহানুভূতিশীল।

মাথা বা বালিশের নীচে উভয় হাত রেখে ঘুমোন, তাঁরা অত্যন্ত আশাবাদী হন। প্রিয়জন, বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি খুব অনুগত থাকেন।

যদি কোনও ব্যক্তি এক পাশ ফিরে ঘুমোন, তবে বুঝবেন সে আত্মবিশ্বাসী। নীরবে কাজ করতে বিশ্বাসী।

এই ধরনের লোকেরা তাঁদের জিনিসগুলি কারোর সঙ্গে ভাগ করে না।