BY- Aajtak Bangla

শোওয়া মাত্র চলে আসবে ঘুম, উপায় বলেছেন চাণক্য 

19 June  2024

অনেকের ঘুম আসতে চায় না। এপাশ ওপাশ করতে থাকেন। কীভাবে ঘুম আসবে বুঝতে পারেন না তারা। বিছানায় ছটফট করেন। 

তবে কীভাবে নিমেষে ঘুম আসবে তার উপায় বাতলেছেন আচার্য চাণক্য। এমনিতেই সমাজ-অর্থনীতি সম্পর্কে নানা মন্তব্য করেছেন চাণক্য। 

তেমনই মানুষের ব্যক্তিগত জীবনের উপরও একাধিক কথা তিনি বলেছেন। সেখানেই উল্লেখ আছে ঘুমের প্রসঙ্গ। 

চাণক্যের মতে, যেখানে উপার্জনের উপায় নেই, কাজ করার স্বাধীনতা নেই, সেখানে মানসিক শান্তি থাকে না। ফলে শরীর খারাপ হয়। 

তাই একজন মানুষের পাখির মতো হওয়া উচিত। যাতে সে সাফল্যের আকাশে উড়তে পারে। তার  কর্ম ও জ্ঞান দুই ডানার মতো।  . .

যদি কোনও মানুষ এই দুইয়ের সমন্বয়ে চলতে পারেন, তাহলে শান্তিতে থাকবে। তার সব কাজ ভালো হবে।  . .

আর এভাবে মানসিক শান্তি ফিরে আসবে। তাহলেই ঘুম আসবে নিমেষে। নিশ্চিন্তে ঘুমোতে পারবে সেই ব্যক্তি।   . .

চাণক্য আরও বলেছেন, কোনও মানুষের কখনও ক্ষুধার্ত থাকা উচিত নয়। এতে তার সাধারণ বুদ্ধিও লোপ পায়।