12 May,, 2024
BY- Aajtak Bangla
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। তবে ব্যবহারকারীরা সবচেয়ে সাধারণ যে সমস্যার মুখোমুখি হন, সেটি হল - মোবাইল ফোনে চার্জিংয়ের সমস্যা।
ফোন পুরনো হলে, চার্জের গতিও কমে যায়। ব্যাটারিও দ্রুত ফুরিয়ে যেতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনে হয় সমস্যার কারণ ফোনটাই।
তবে বলে রাখা ভাল যে, সব সময় ফোনের সমস্যার কারণে এমনটা ঘটে না।
ব্যবহারকারীদের কিছু বদ অভ্যাসের কারণেও ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে এবং ব্যাটারি দ্রুত নিঃশেষ হতে শুরু করে।
তাহলে জেনে নেওয়া যাক, কী কী ভুল এড়িয়ে চলা উচিত। আর এই ভুলগুলি এড়িয়ে চললে গ্রাহকরা নিজেদের ফোনের ব্যাটারিকে নতুনের মতো ভাল রাখতে পারবেন।
গরমকালে ফোন চার্জ করার সময়েও ব্যাটারি গরম হয়ে যেতে পারে। আসলে কেস বা কভারের মধ্যে ফোন রেখে চার্জ করলে এমনটা হতে পারে।
কারণ কেস থাকার কারণে চার্জ দেওয়ার সময় ব্যাটারি থেকে যে তাপ নির্গত হয়, তা বাইরে বার হতে পারে না।
ব্যাটারি গরম হয়ে গেলে চার্জিংও বন্ধ হয়ে যায়। আর ব্যাটারির চার্জ বৃদ্ধির পরিবর্তে তা কমে যেতে শুরু করে।
তাই ব্যবহারকারীদের এই পরামর্শ দেওয়া হয় যে, যখনই তাঁরা ফোনটি চার্জিংয়ে রাখবেন, তখন ফোনের কেস/কভারটি সরিয়ে ফেলা আবশ্যক।
বলা হয়, ফোনের ব্যাটারি ১০-১৫%-য় পৌঁছনোর পরেই চার্জে বসানো উচিত। তবে এটা ঠিক নয় ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়ে।